সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

নৌ ধর্মঘট প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮৫ বার

নৌযান শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে সারা দেশে চলমান নৌ ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকেরা। বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

এই প্রেক্ষাপটে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান বিকাল ৩টা থেকে শ্রম ভবনে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন।

শ্রমিকদের নিয়োগপত্র ও খাবার ভাতা দেওয়াসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে শুক্রবার রাত ১২ টা ১মিনিট থেকে শুরু হয় ধর্মঘট। এতে দক্ষিণ জনপদের জেলাগুলো থেকে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাত্রীদের ব্যাপক ভোগান্তি হয়। মংলা ও চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামা ব্যাহত হয়।

সেখানে নীতিগতভাবে শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ায় ফেডারেশনের নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বলে শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আখতার হোসেন জানান।

আখতার হোসেন জানান “সরকার শ্রমিকদের দাবি সব মেনে নিয়েছে। তাদের খাদ্য ভাতা ২০২০ সালের মার্চ থেকে কার্যকর করা হবে।”

সদরঘাটে চাঁদপুর রুটে চলাচলকারী মিতালি-৪ লঞ্চের মাস্টার মোস্তাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “ধর্মঘট প্রত্যাহারের কথা শ্রমিক নেতারা আমাদের জানিয়েছেন। সকালে নির্ধারিত সময়ে লঞ্চ ছাড়া হবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com