শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

সরে দাঁড়ালেন কমলা হারিস

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ২৮০ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে গেলেন ডেমোক্রেট দলের মনোনয়ন লড়াইয়ের শক্তিধর প্রতিদ্বন্দ্বী সিনেটর কমলা হারিস। মঙ্গলবার তিনি সমর্থকদের কাছে এমন ঘোষণা দিয়েছেন এক ইমেইল মারফত। তাতে তিনি বলেছেন, তহবিল সঙ্কটের কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। ডেমোক্রেট দল থেকে যে কয়েকজন প্রতিশ্রুতিশীল প্রতিদ্বন্দ্বী আছেন তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, ওই ইমেইলে কমলা হারিস লিখেছে, আমি তহবিল সংগ্রহ করেছি এবং প্রতিটি দিক থেকে এ বিষয়ে লক্ষ্য রেখেছি। তারপর গত কয়েক দিনে আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত নিয়েছি। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যে কর্মকান্ড তা অব্যাহত রাখার জন্য যথেষ্ট আর্থিক সম্পদ আমার কাছে নেই। এ সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার বিকেলে তিনি নেতাকর্মীদের সঙ্গে এক কনফারেন্সে মিলিত হন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্সকে।
ক্যালিফোর্নিয়ার এই ৫৫ বছর বয়সী সিনেটর নির্বাচনী প্রচারণায় নামার পর পরই ফ্রন্টরানার বা প্রথম সারির প্রার্থী হয়ে ওঠেন। তিনি নিজের রাজ্যের সাবেক এটর্নি জেনারেল। এ ছাড়া এবারের নির্বাচনে তিনি ছিলেন একমাত্র আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান নারী। সমর্থন ধরে রাখার জন্য তিনি লড়াই করছিলেন। কিন্তু সমালোচকরা বলছেন, তিনি নীতিগত অবস্থানে সমর্থন ধরে রাখতে পারছিলেন না। প্রচারণার প্রথম তিন মাসে বিস্ময়করভাবে তিনি সংগ্রহ করেছিলেন এক কোটি ২০ লাখ ডলার। তারপর থেকে তা কমতে থাকে। পেটি বুটিগিগের প্রতি দাতা ও তৃণমূল পর্যায় থেকে যেভাবে তহবিল আসছে তেমনটা তিনি আকর্ষণ করতে ব্যর্থ হয়েছেন বলে বলা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com