মাদক কাণ্ডে আটক প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের ফিল্ম ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তিনি ক্লাবের সহযোগী সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার সদস্যপদ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের সভাপতি চিত্রনায়ক ওমর সানী।
তিনি বলেন, ‘আমাদের ক্লাবের ইতিহাসে এর আগে এ রকম কোনো ঘটনা ঘটেনি। এটা হয়তো আমারই ব্যাড লাক বলব। বতর্মানে সরকারি নিয়ম অনুযায়ী লকডাউনে ক্লাব বন্ধ রয়েছে। ফলে ক্লাবের সব কার্যক্রমও এখন বন্ধ। যেহেতু সে গ্রেপ্তার হয়েছে, তাই জরুরি ভিত্তিতে আমি আমার ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে কথা বলে তার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে সবার সঙ্গেই আমার কথা হয়েছে। তার পদটা শূন্য ঘোষণা করা হয়েছে। ওই পদটা এখন আমার অধীনে আছে। লকডাউন শেষে আমরা মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেবো এই পদ কাকে দেয়া হবে।’
রাজকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হচ্ছে কিনা জানতে চাইলে সানী বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগেভাগে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিকও না। এটা নির্ভর করছে তার সাজা প্রাপ্তির ওপর। সে দোষী সাব্যস্ত হলে ক্লাবের সব সদস্যদের সম্মতিতে বড় কোনো সিদ্ধান্ত নেয়া হবে।’
উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নজরুল ইসলাম রাজ-ওমর সানীর প্যানেল জয়ী হয়। বুধবার সন্ধ্যায় চিত্রনায়িকা পরীমনিকে আটকের পরপরই রাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে দুই সহযোগীসহ বনানীর বাসা থেকে আটক করে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, রাজের বাসা থেকে মদ, শিশা, যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে।