বলিউড অভিনেতা অনুপম শ্যাম আর নেই। গতকাল রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। গুণী এই অভিনেতার মৃত্যুতে শোকাহত বলিউডবাসী।
মূলত খলনায়কের চরিত্রেই দর্শকদের মন জয় করেছিলেন অনুপম শ্যাম। ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’ সিরিয়ালের ঠাকুর সজ্জন সিং হিসেবেই দর্শক মনে আলাদা জায়গা করে নেন এই অভিনেতা। সিরিয়ালের জাঁদরেল শ্বশুর চরিত্রে ছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অনুপম শ্যাম। ডায়ালিসিসও চলছিল তার। তবে বিপুল পরিমাণ খরচ সামলাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এমন পরিস্থিতিতেই সপ্তাহখানেক আগে হাসপাতালে ভর্তি হন এ অভিনেতা।
পরে অনুপম শ্যামের অসুস্থতা ও আর্থিক সমস্যার কথা জানতে পারেন বলিউড তারকা সোনু সুদ। তিনি এগিয়ে আসেন, সহযোগিতা করেন। এ ছাড়া মুম্বাইয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরাও সহযোগিতা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না এই অভিনেতাকে।
১৯৯৬ সালে শ্যাম বেনেগালের ‘সর্দারি বেগম’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু অনুপম শ্যামের। তিনি মূলত ভারতীয় টেলিভিশনে কাজ করে পরিচিতি পান। তবে ক্যারিয়ারে বেশ কিছু কালজয়ী সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এ তালিকায় রয়েছে অস্কারজয়ী ‘স্লামডগ মিলিয়নিয়ার’, ‘লাগান’, ‘শ্যাম দস্তক’, ‘নায়ক’, ‘শক্তি’ ইত্যাদি।