মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ১৭৯ বার

নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের দোয়া মাহফিল, তবারক বিতরণ ও অন্যান্য কর্মসূচী ১৫ আগস্ট, ২০২১ দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্টিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরীর পরিচালনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক। জাতীয় শোক দিবস উদযাপনের কর্মসূচীর মধ্যে ছিলো ১৫ই আগষ্ট, মহান মুক্তিযুদ্ধ ও সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ। ১৫ আগষ্ট ও সকল গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র কোরান শরীফ থেকে তেলাওয়াত করেন ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আনসারী।

অনুষ্ঠানের শুরুতে সুচনা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য হিন্দাল কাদির বাপ্পা, শোকসভা কমিটি আহ্বায়ক মো: এন আমিন, সদস্য সচিব শাহীন দেলোযার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক সুলেমান আলী, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য নুরুল আফসার সেন্টু, আব্দুল হামিদ, ইলিয়ার রহমান। আরও বক্তব্য রাখেন শোক সভার যুগ্ম আহ্বায়ক, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি উদ্দিন আলমগীর, সহ-সভাপতি মাসুদ সিরাজী, সাইকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, রশীদ রানা, শিবলী ছাদেক শিবলু, সুমন মাহমুদ, চার্চ ম্যাক-ডোনাল্ড সভাপতি ইসমত হক খোকন। আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক দুলাল বিল্লাহ্, প্রচার সম্পাদক, মঈনুল হোসেন সোয়েব, তথ্য প্রযুক্তি সম্পাদক গোলাম হাসান, মহিলা সম্পাদীকা কানিজ ফাতেমা, শ্রম সম্পাদক মোহাম্মদ বাবুল। সদস্য শফিউদ্দিন তালুকদার, গোলাম মাওলা চৌধুরী, নোভেল আমিন, মো: হারুন, মো: মুসা, সেলিনা তুহিন দোয়া মাহফিল শেষে মহানগর আওয়ামী লীগের সকলের সহযোগিতায় সুষ্টুভাবে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com