শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

মেডিকেল বোর্ডের প্রতিবেদন ভুয়া, আদালতে খালেদার আইনজীবী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৩১৩ বার

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে খালেদা জিয়ার ব্লাড প্রেসার ও ডায়বেটিস নিয়ন্ত্রণে আছে। তবে, বিএসএমএমইউ কর্তৃপক্ষের দেয়া প্রতিবেদনটিকে ভুয়া বলে আখ্যায়িত করেছেন তার আইনজীবী অ্যাভোকেট জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ বিষয়ে শুনানি শুরু হওয়ার পর আদালতে তিনি এ মন্তব্য করেন।

সকাল ১০টা ১০ মিনিট রেজিস্টার জেনারেল আলী আকবর বিএসএমএমইউয়ের প্রতিবেদন আদালতে জমা দেন। এরপর ১০টা ২০ মিনিট থেকে শুনানি শুরু হয়। এর আগে বিচারকরা মেডিকেলের রিপোর্টটি দেখেন।

জয়নুল আবেদীন শুনানিতে আরো বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে ভালো মানুষ গিয়েছিলেন। কিন্তু তিনি আজ পঙ্গু হওয়ার পথে। তিনি হাত-পা নড়াতে পারছেন না। চিকিৎসা এতো উন্নত হচ্ছে যে দিন দিন তিনি পঙ্গু হয়ে যাচ্ছেন। ৬/৮ মাস পর হয় তো তিনি লাশ হয়ে বের হবেন।

এদিকে, খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি বেলা সাড়ে ১১টা পর্যন্ত মূলতবী ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিকোর্টের আপিল বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com