সম্প্রতি মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তার সন্তানকে নিয়ে এত দিন জনমানসে যে জল্পনাকল্পনা ছিল, তারই যেন উত্তর দিলেন এই অভিনেত্রী ও সাংসদ। তবে সরাসরি নয়, ইঙ্গিতে!
গতকাল বুধবার কলকাতার ভবানীপুরে একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন নুসরাত। যেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। এদিনও পিছু ছাড়ল না ছেলের বাবার পরিচয়ের বিষয়টি। সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তর হাসিমুখেই দিয়েছেন নুসরাত জাহান। তিনি বলেন, ‘২৬ আগস্টের আগে ও পরে আমার জীবনের সবকিছুই পাল্টে গেছে। আমি খুব ভালো একটা সময় কাটাচ্ছি। এটা নতুন একটা জীবন বলতে পারেন। ছেলে ঈশানকে নিয়েই এখন সারাটা দিন কাটে।’
ঈশানের বাবার পরিচয়ের বিষয়ে নুসরাত বলেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন। কারণ, এটা কারও চরিত্রে দাগ লাগিয়ে দেয়। বাবা জানেন বাবা কে, আমরা খুব ভালো সময় কাটাচ্ছি মা–বাবা হিসেবে। যশ ও আমার দারুণ সময় কাটছে।’