দ্বিতীয়বারের মতো আয়োজিত এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) অভিষিক্ত হলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পোখারা রাইনোসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে তামিমের ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। এই প্রতিবেদন লিখা পর্যন্ত পোখারার সংগ্রহ ৬৫/৭ (১০.১ ওভার)
নেপালের এই লিগে প্রথমবারের মতো খেলছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। চলমান আসরে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। তামিম বাদেও এই দলে রয়েছেন উপুল থারাঙ্গা ও ধামিকা প্রসাদের মত তারকা। দলটির নেতৃত্বে রয়েছেন নেপালের ক্রিকেটার শারদ ভেসোকার।
ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স : উপুল থারাঙ্গা, তামিম ইকবাল, রোহিত পাউদেল, আরিফ শেখ, কুশাল মাল্লা, আবিনাশ বোহারা, প্রদীপ আইরে, ধামিকা প্রসাদ, তুল বাহাদুর থাপা, দুর্গেশ গুপ্ত।
পোখারা রাইনোস : রিচার্ড লেভি, সুনীল ধামালা, বিপিন রাওয়াল, বিক্রম সব, লোকেশ বাম, বিনোদ ভাণ্ডারী, সুশান ভারি, বিবেক যাদব, কেসরিক উইলিয়ামস, আসেলা গুনারত্নে, নন্দন যাদব।