ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করার পর ঢাকা টু কলকাতায় যাতায়াত বেড়েছে জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। পাশাপাশি অভিনয় তো আছেই। সংসার, অভিনয় আর মেয়ে আয়রাকে নিয়ে দারুণ ব্যস্ত এই অভিনেত্রী। এখন তার আরেক পরিচয় তিনি গায়িকাও।
সম্প্রতি অঞ্জন দত্তের জনপ্রিয় গান ‘টিভি দেখোনা’ গিটার বাজিয়ে গাইলেন মিথিলা। আর সেই ভিডিও আপলোড করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টে। ক্যাপশনে লিখেছেন, স্কুলজীবন থেকে এই গান অনুপ্রাণিত করেছে, গানটি মেয়েকে ডেডিকেট করছেন। কিছুটা ধমকের সুরে লিখেছেন, বলেই যাচ্ছি, টিভি দেখিস না, মোবাইল ফোন দেখিস না, আকাশটা দেখ।
এদিকে, মিথিলা সম্প্রতি শেষ করেছেন ‘মায়া’ সিনেমার শুটিং। এখন চলছে মুক্তির প্রস্তুতি। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অনুপ্রেরণায় সিনেমাটি নির্মাণ করছেন রাজর্ষি দে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায়, অল্টার ইগো রূপে পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের- সেই গল্পই উঠে আসবে ‘মায়া’য়।
সিনেমায় মিথিলা ছাড়াও অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, তনুশ্রী চক্রবর্তীসহ আরও অনেকে।