মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়াতে যশকে ‘স্বামী’ হিসেবে স্বীকার নুসরাতের!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ১৪৭ বার

নুসরাতের সন্তানের বার্থ সার্টিফিকেটে বাবার জায়গায় দেখা গিয়েছিল দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম। তারপর থেকেই নানামহলে কানাঘুষো হয়েছে। কম-বেশি সকলের মনেই প্রশ্ন ছিল, তবে কি চুপিচুপি বিয়েটাও সেরে ফেলেছেন যশ-নুরসত? এ নিয়ে সরাসরি কোনো দিনই মুখ খোলেননি তারা। তবে যশের জন্মদিনে ইনস্টাগ্রাম স্টোরিতে তাকে ‘স্বামী’ বলে স্বীকার করে নিলেন সংসদ সদস্য ও অভিনেত্রী!

১০ অক্টোবর অর্থাৎ রোববার ছিল অভিনেতা যশ দাশগুপ্তের জন্মদিন। এদিন ৩৬ বছর পূর্ণ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই শুভেচ্ছায় ভরেছে সোশ্যাল মিডিয়া। রাত বারোটায় ইনস্টা স্টোরিতে যশকে শুভেচ্ছা জানিয়েছেন নুসরাত। এরপর রোববার রাতে একটি কেকের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন এ তারকা। আর সেই কেকই প্রশ্ন তুলে দিল, তবে কি চুপিসারেই বিয়ে সেরেছেন যশরাত?

নিশ্চয়ই ভাবছেন, কী বিশেষত্ব ছিল সেই কেকে? যশের জন্মদিনের নুসরাতের দেয়া কেকের উপর লেখা ছিল ওয়াই-ডি (YD) অর্থাৎ যশ দাশগুপ্ত। তার নিচে লেখা ‘হাজব্যান্ড’, এরপর লেখা ‘ড্যাড’। কেকে লেখা ‘ড্যাড’ শব্দের কারণ সকলেরই জানা। কিছু দিন আগেই বাবা হয়েছেন যশ। নুসরাতের সন্তানের বার্থ সার্টিফিকেটে ছিল তারই নাম। আর কেকে লেখা ‘হাজব্যান্ড’ উসকে দিল জল্পনা। সত্যিই কি বিয়ে সেরেছেন যশরাত? এই প্রশ্নের উত্তর উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।

উল্লেখ্য, নিখিলের সাথে দূরত্ব বাড়ার পরই যশের সাথে ঘনিষ্ঠতা বাড়ে নুসরতের। প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি তাদের দু’জনের কেউই। তবে সোশ্যাল মিডিয়ায় তাদের শেয়ার করা ছবি দেখে নুসরাত এবং যশের ঘনিষ্ঠতার প্রমাণ পেয়েছেন নেটিজেনরা। একসাথে লাঞ্চ ডেটেও দেখা গিয়েছে তাদের। এই পরিস্থিতিতে জানা যায় নুসরাত সন্তানসম্ভবা। নানা বাকা কথার মাঝেও অবিচল থেকেছেন বসিরহাটের তৃণমূল সংসদ সদস্য।

২৬ আগস্ট পুত্রসন্তানের জন্ম দেন নুসরাত। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে সেই সময় প্রায় সারাক্ষণই নুসরাতের সঙ্গী ছিলেন যশ।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com