বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

জামিয়া নিয়ে কড়া প্রশ্নের মুখে শাহরুখ-সালমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩১৬ বার

ভারতের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের উপরে পুলিশি নির্যাতনের ঘটনায় সারা ভারত সোচ্চার হলেও মুখে কুলুপ এঁটেছেন শাহরুখ-সালমান-রণবীররা। কিন্তু ঠিক সেই সময়েই এই ঘটনার প্রতিবাদে মুখর হয়ে উঠলেন আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে রাজকুমার রাও সহ বেশ কিছু অভিনেত।

নিজের টুইটার অ্যাকাউন্টে আয়ুষ্মান লেখেন, ‘প্রত্যেকরই প্রতিবাদ জানানোর নৈতিক অধিকার রয়েছে। তা সত্ত্বেও যে অবস্থার মধ্য দিয়ে ছাত্রদের যেতে হচ্ছে তা খুবই দুঃখজনক। আমরা ভুলে যাচ্ছি, এই ভূমি মহাত্মা গন্ধীর, অহিংসা এখানকার মূলমন্ত্র। গণতন্ত্রের ওপর আস্থা রাখুন।’

অভিনেতা রাজকুমার রাও-ও চুপ করে থাকেননি। তার বক্তব্য,পুলিশ ছাত্রছাত্রীদের সঙ্গে যে ব্যবহার করেছে তা কোনওমতেই মেনে নেওয়া যায় না। পাশাপাশি, জনগণের সম্পত্তি নষ্ট করে প্রতিবাদকেও তিনি সমর্থন করেন না বলে জানান এই অভিনেতা। সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com