শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

তারকাদের অদ্ভুত শখ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ১৫৯ বার

কথায় আছে- শখের দাম আশি টাকা তোলা! আপনার-আমার মতো তারকাদেরও আছে শখের হাঁড়ি। কিন্তু হলিউড-বলিউডের নামিদামি তারকাদের এমন কিছু শখ আছে, যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তেমনই কিছু শখের খবর নিয়ে এই আয়োজন…

অমিতাভ বচ্চন

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের একাধিক শখ আছে। নেটওয়ার্কের সমস্যা যাতে কাবু করতে না পারে, সেটা নিশ্চিতে অনেকগুলো ফোন সঙ্গে রাখেন তিনি। বিগ বি ঘড়ি পরতেও ভালোবাসেন। তার ঘড়িতে ভারতের সময়ের পাশাপাশি যে দেশে যান, সেখানকার সময়ও থাকে।

মেরিল স্ট্রিপ

সিনেমার সেটে সব সময় আপন মনে উলের সোয়েটার বুনেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মেরিল স্ট্রিপ। তবে যখনই শুটিংয়ে ডাক পড়ে, তখনই উঠে গিয়ে অভিনয় করে আসেন তিনি। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, ‘সোয়েটার বোনাই একমাত্র রহস্য, যা সবার থেকে আমাকে পৃথক করে দিয়েছে।’

শাহরুখ খান

জুতার প্রতি বলিউড বাদশাহ শাহরুখ খানের ভালোবাসার কথা কমবেশি সবারই জানা। তবে অবাক হবেন এটা জেনে যে, ঘুমানোর সময় ছাড়া বাকি সব সময়ই তার পায়ে জুতা থাকে! শাহরুখের অপছন্দের খাদ্য তালিকায় রয়েছে আইসক্রিম। তবে নানারকম গ্যাজেট আর ভিডিও গেমের প্রতি আসক্তি আছে।

অ্যাঞ্জেলিনা জোলি

অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির শখ কিছুটা ব্যতিক্রম। বিভিন্ন ধরনের ছুরি সংগ্রহ করতে পছন্দ করেন তিনি। শখটি তার চরিত্রের সঙ্গে যে একেবারে বেমানান, সেটা কিন্তু মনে হয় না। ‘সল্ট’ কিংবা ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর মতো অ্যাকশনধর্মী সিনেমা দেখলে ধারণাটা আরও পাকাপোক্ত হয়।

সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খান। অনেকে তাকে ‘সল্লু’ কিংবা ‘ভাইজান’ নামেও ডাকেন। তার রয়েছে সাবান জমানোর অদ্ভুত শখ। দেশ-বিদেশের নানারকম সাবান তার সংগ্রহে রয়েছে। ফল এবং শাকসবজির রস থেকে তৈরি সাবান সালমানের সবচেয়ে প্রিয়।

ক্রিস্টেন স্টুয়ার্ট

অবসর সময়ে ‘জাগলিং’ করতে পছন্দ করেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টিভি অনুষ্ঠানে তিনি এটি করেও দেখিয়েছিলেন। আর জানান, সময় পেলেই ‘জাগলিং’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।

শহিদ কাপুর

১৯৯৯ সালে সুভাষ ঘাই পরিচালিত ‘তাল’ সিনেমার ব্যাকগ্রাউন্ড ড্যানসার হিসেবে বলিউডে যাত্রা শুরু শহিদ কাপুরের। চার বছর পর ‘ইশক ভিশক’ ছবিতে নায়ক হওয়ার সুযোগ পান তিনি। পঙ্কজ কাপুরের ছেলে শহিদ নাকি শুটিংয়ের সময় কফি পেলে আর কিছু চান না! দিনে অন্তত দশ কাপ কফি তার চাই-ই-চাই।

প্যারিস হিলটন

ব্যাঙ দেখলে অনেকেই দশ হাত দূরে থাকেন। কিন্তু মার্কিন মডেল, অভিনেত্রী ও টিভি ব্যক্তিত্ব প্যারিস হিলটন পছন্দ করেন ব্যাঙ ধরতে! প্রাণী শিকার পছন্দ না করলেও লাফিয়ে চলা ব্যাঙ ধরা খুব পছন্দ তার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com