নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। এর মধ্যে আবার সম্প্রতি তার স্বামী সানাউল্লাহ নূর সাগর লন্ডনের লিংকনস-ইন থেকে ব্যারিস্টার হয়েছেন। আর সে কারণে বেজায় খুশি এই কণ্ঠশিল্পী।
তার ভাষ্য, ‘আমার স্বামী ব্যারিস্টার হয়েছে- এটা আমার জন্য ভীষণ আনন্দের ব্যাপার। তার এমন অর্জনে আমি গর্বিত। মানুষ হিসেবেও সে অসাধারণ। যারা এই মানুষটির সঙ্গে মিশেছেন, তারা বিষয়টি জানেন। ইতিমধ্যেই কিন্তু আনন্দের এ সংবাদটি আমি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করেছি। বাসায় ঘরোয়া আয়োজনে একটি পার্টিও হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
নতুন গানের খবর জানতে চাইলে সালমা বলেন, ‘নতুন অনেকগুলো গানে কণ্ঠ দেওয়া হয়েছে। যা ধারাবাহিকভাবে প্রকাশ হবে। ক’দিন আগে “বসবাস” শিরোনামে একটি গান গাইলাম। নোমান বিবাগীর কথায় গানটির সুর করেছেন মুরাদ নূর আর সংগীতে ছিলেন শান।’
স্টেজ শোও তো নিয়মিত করছেন? উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, এখনো পুরোদমে স্টেজ শো চালু হয়নি। যা হচ্ছে বেশির ভাগই ইনডোরে, তাই আপাতত করছি।’
তিনি আরও বলেন, ‘শিল্পীদের স্টেজই মূল জায়গা। কিন্তু করোনা মহামারির কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। এই সময়ে কম বেশি সব শিল্পী-মিউজিশিয়ানই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন করোনা পরিস্থিতি আগের তুলনায় ভালো হচ্ছে। শিল্পীরাও শো শুরু করেছে। তবে এখনো ওপেন এয়ার কনসার্ট বন্ধ আছে। আশা করি, এটাও খুব দ্রুত শুরু হবে।’
সালমার অর্থায়নে তার শ্বশুরবাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে নির্মিত ‘ইউরোপিয়ান পার্ক’র আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ক’দিন আগে। সেটা কেমন চলছে? জানতে চাইলে সালমা বলেন, ‘বেশ ভালো চলছে। আমরা দুজন মিলেই পরিকল্পনাটি করেছিলাম অনেক আগে। অবশেষ পার্কটি করতে পেরে ভালো লাগছে। এ ছাড়াও আমরা দুজন মিলে সাফিয়া ফাউন্ডেশনের হয়ে সামাজিক নানা কাজে অংশ নিচ্ছি। নিজেদের কাজের পাশাপাশি আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই।’