ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। প্রায় তিন যুগ ধরে অভিনয়ের ভূবনে তার পথচলা। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও বেশ প্রশংসিত এই অভিনেত্রী। পরিচালনা করেছেন বেশ কিছু টিভি নাটক। তবে এবারই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। আর চলতি মাসেই শুরু হবে তার প্রথম সিনেমা ‘অসম্ভব’র শুটিং।
এর কাজ কত দূর গুছিয়ে এনেছেন? জানতে চাইলে অরুণা বিশ্বাস বলেন, ‘সরকারি অনুদানের সিনেমা ‘অসম্ভব’। শুটিংয়ের প্রস্তুতি প্রায় শেষ বলা চলে। চলতি মাসের ২৫ তারিখ থেকে আমরা শুটিংয়ে যাচ্ছি। প্রথম লটের কাজ আমরা মানিকগঞ্জে করবো। এরপর ঢাকায় আসবো।’
তিনি আরও বলেন, ‘সিনেমা মানেই বড় ক্যানভাসের কাজ। সবকিছু একটু খেয়াল করে, সময় নিয়ে গোছাতে হয়। আর প্রথম সিনেমা; তাই একটু বেশি টেনশন হচ্ছে, ঘুম কমে গেছে। সারাক্ষণ শুধু স্ক্রিপ্ট নিয়ে আমি ও আমার ভাই মিঠু (মিঠু বিশ্বাস) ভাবছি। সবাইকে পারিবারিক সিনেমা উপহার দিতে চাই।’
‘অসম্ভব’ সিনেমায় কারা অভিনয় করবে? জানতে চাইলে অরুণা বিশ্বাস বলেন, ‘এখনই বিষয়টি খেলাসা করতে চাই না। সত্যি বলতে, অভিনয় শিল্পীদের এখনো চূড়ান্ত করা হয়নি। মৌখিকভাবে অনেকের সঙ্গেই কথা হয়েছে। আশা করি, আগামী সপ্তাহে বিষয়টি চূড়ান্ত হবে। তখনই সবাইকে বলবো।’
অভিনেত্রী থেকে পরিচালক, এখন সিনেমা নির্মাণ- কতটা চ্যালেঞ্জিং? উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘অনেক চ্যালেঞ্জিং। অভিনয় করতে করতে নিজেকে গুছিয়েছি পরিচালনা করবো বলে। প্রতিনিয়ত শিখছি, শেখার তো শেষ নেই। এর আগে নাটক পরিচালনা করেছি, স্বল্পদৈর্ঘ্য সিনেমা করেছি। এবার সিনেমা পরিচালনা করতে যাচ্ছি। ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেছি। সবার ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে সুন্দর একটি সিনেমা দর্শকদের উপহার দিতে চাই।’