‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’ স্লোগানে বাংলাদেশের ৫০ গুণী সঙ্গীত শিল্পীকে সম্মানীত করতে ‘ঐক্যডটকমডট বিডি-চ্যানেল আই মিউজিক এওয়ার্ড’র আসর উপলক্ষে সরগরম নিউইয়র্ক কমিউনিটি। ১৪ নভেম্বর রোববার সন্ধ্যায় এ আসর বসবে নিউইয়র্ক সিটির কুইন্সে আমাজুরা কনসার্ট হলে। এ উপলক্ষে বাংলাদেশও প্রবাসের জনপ্রিয় অর্ধ-শতাধিক শিল্পীর আগমন ঘটেছে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কে। উল্লেখ্য, বহুজাতিক এই সিটিতে এবারই প্রথম বাংলাদেশী কোন টিভি চ্যানেলের উদ্যোগে এতবড় অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে সম্প্রতি আহূত এক সংবাদ সম্মেলনে চ্যানেল আই’র পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন বলেছেন, বিশুদ্ধ সংস্কৃতি চর্চায় নিবেদিত থেকে খ্যাতির শিখড়ে উঠা শিল্পীরাই পাবেন এ পুরস্কার। অনুষ্ঠানে থাকবে বর্ণিল পরিবেশনা।
করোনার ভীতি কাটিয়ে উঠার ক্ষেত্রে এ আয়োজনের ভ’মিকা অপরিসীম বলেও মন্তব্য করেছেন জহিরউদ্দিন মামুন। সংবাদ সম্মেলনে আয়ো জানানো হয়েছে যে, মিউজিক এওয়ার্ড দেখতে এবং উপভোগ করতে কোন টিকিট লাগবে না। তবে নানাবিধ কারণে সকলকেই আমন্ত্রণ পত্র সাথে রাখতে হবে। প্রয়োজন হতে পারে করোনার টিকা প্রদানের প্রমাণপত্রেরও। সেভাবেই যেন সকলে সন্ধ্যা ৬টার মধ্যে আমাজুরা কনসার্ট হলে যান-এ আহবানও জানিয়েছেন মিউজিক এওয়ার্ড অনুষ্ঠানের অন্যতম সংগঠন ‘তরঙ্গ কেয়ার ইনক’র কর্ণধার ও চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। রাশেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানকে ঢেলে সাজানো হয়েছে। আয়োজকরা আরো জানান, ধারণকৃত অনুষ্ঠানটি চ্যানেল আই-তে সম্প্রচারিত হবে ৩১ ডিসেম্বর বাংলাদেশ সময় অপরাহ্ন ৩টা ৫ মিনিটে এবং ২ জানুয়ারি রোববার নিউইয়র্ক সময় বিকেল ৫টায়। এ অনুষ্ঠানের পোস্টার আর প্রচারপত্রে ছেয়ে গেছে নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত এলাকার অলি-গলি।