সন্তান নেওয়ার ইচ্ছা, তাই বিয়ের জন্য অপেক্ষা করতে রাজি নন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর। বিয়ের আগেই সন্তান নেওয়ার সব ব্যবস্থা করে ফেলেছেন তিনি।
তবে এ ব্যাপারে সুস্মিতা সেন, সানি লিওন, রবিনা ট্যান্ডন, একতা কাপুর, নীলম কোঠারিদের দেখানো পথেই হেঁটেছেন তিনি। তাদের মতোই সন্তান দত্তক নিচ্ছেন স্বরা।
ভারতের সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি (সিএআরএ) এর সঙ্গে দত্তক নেওয়ার ব্যাপারে তার কথা হয়েছে। ভারতের এক সংবামাধ্যম জানিয়েছে, সংস্থাটি তাকে অপেক্ষমাণ তালিকায় রেখেছে।
স্বরা বলেছেন, ‘আমি আজীবন সুন্দর একটি পরিবার এবং সুস্থ সন্তান চেয়েছি। কাউকে দত্তক নেওয়া একসঙ্গে এই দুই চাওয়া পূরণ করে। আমি ভাগ্যবান, আমার দেশ ভারত অবিবাহিত নারীকেও দত্তক নেওয়ার অনুমতি দেয়।’