এইচআইভি রোগ প্রতিরোধ নিয়ে ফের হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলেছে, ভাইরাসটি ক্রমেই ওষুধ প্রতিরোধী হয়ে উঠছে।
এর ফলে নতুন করে বাড়ছে এইচআইভি রোগীর সংখ্যা। সংস্থাটির নতুন এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
রিপোর্ট মতে, এইচআইভি রোগীদের চিকিৎসায় অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ ব্যবহার হয়। কিন্তু এই ওষুধ এখন আর তেমন কাজ করছে না।
এর ফলে গত এক বছরে নতুন করে ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এ কারণে নতুন বিকল্প চিকিৎসা খুঁজে বের করার ওপর জোর দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ান।