গায়ক ইলিয়াস হোসেন ও নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবাহ বিয়ে করেছেন চলতি মাসের ১ তারিখ। এটি ইলিয়াসের তৃতীয় বিয়ে। অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী কারিন নাজকে ডিভোর্স না দিয়েই তৃতীয় বিয়ে করেছেন এই গায়ক। এমনটাই দাবি করেছেন সুইডেন প্রবাসী কারিন। এ নিয়ে আইনি পদক্ষেপও নিতে যাচ্ছেন তিনি।
তবে কারিনের অভিযোগে উড়িয়ে দিয়ে পাল্টা মানহানির মামলা করার হুমকি দিয়েছেন নববধূ সুবাহ। আজ রোববার ফেসবুকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি লিখেছেন, ‘ডিভোর্স লেটার দেখেই জড়িয়ে ছিলাম আমি, তাও বৈধভাবে। কারিন ও তার মা সুকন্যাকে দিপাকেও আমি নিজেই সব খুলে বলেছি যে আমরা দুজন বিয়ে করে ফেলব। ইলিয়াস আমাকে বিয়ে করতে চায়, আমিও চাই। তাও দুই মাস আগে।’
স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন, ‘এখন যদি ওই মহিলারা অস্বীকার করেন যে কিছুই জানেন না। মানুষকে উল্টা-পাল্টা মিথ্যা বলে, তাহলে আমার কাছে প্রমাণ আছে। আর যদি কোনো পুরুষের ক্ষমতা থাকে বউ পালার সে একের অধিক বিয়ে করতে পারে। আর এমন তো না যে ডিভোর্স না দিয়ে বাচ্চা রেখে বিয়ে করেছে ইলিয়াস!’
‘আর আমি তো জানি ইলিয়াসের সঙ্গে কারিনের বিয়ের কোনো লিগ্যাল কাবিননামা নেই! ওই মেয়ে থাকে বিদেশে, তিন বছর ধরে বাংলাদেশে আসে না, শুধু মোবাইলে কথা বললে কি সংসার হয় নাকি?’
সুবাহ লিখেছেন, ‘আমি ইলিয়াসের ভালো বন্ধু ছিলাম, পরে আমাদের দুজনের ভালোলাগা থেকেই বিয়ের ডিসিশন। আমরা পারিবারিকভাবে সবাইকে জানিয়ে যা করার করেছি। আমরা তো পাপ কিছু করিনি। আমরা দুজন-দুজনের সঙ্গে ভালো আছি, আলহামদুলিল্লাহ!’
‘আমাদের জন্য দোয়া করবেন। বিনা কারণে হ্যারেজমেন্ট করলে মানহানি মামলা করতে বাধ্য হব। আইন সবার জন্যই সমান। আমার কিছু বলার নেই আর।’