বিয়ে করলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার দুপুরে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বর সনি পোদ্দার; কুমিল্লার ছেলে। পেশায় একজন ব্যাংক কর্মকর্তা। ছয় বছর ধরে তাদের পরিচয় ছিল।
জানা গেছে, সনাতন ধর্মের রীতি মেনে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা এখনও চলছে। এটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। এতে অংশ নিয়েছেন শোবিজ অঙ্গনের নির্মাতা ও শিল্পীরা।
গত বছরের ১০ নভেম্বর মিমের জন্মদিনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। তখনই মিম জানিয়েছিলেন, নতুন বছরের শুরুতেই বিয়ে করবেন তারা।
২০০৭ সালে সুন্দরী প্রতিযোগিতার মুকুট জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা সিনহা মিম। পুরস্কার হিসেবে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। মিম বর্তমানে ব্যস্ত আছেন আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, রায়হান রাফির ‘ইত্তেফাক’ ও দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ ছবিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ ও ‘পরাণ’।