ডিসেম্বরের তীব্র শীতে নাস্তানাবুদ অবস্থা বিশ্বের বহু দেশের মানুষের। তবে অ্যানটার্কটিকার পর সবচেয়ে কম তাপমাত্রা এখন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায়। বাংলাদেশ সময় শনিবার সকালে আলাস্কায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ৫৬ ডিগ্রি সেলসিয়াস। এ বছর সেখানকার তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানিয়েছেন স্থানীয় আবহাওয়াবিদরা।
বিগত ১০ দিনে আলাস্কার তাপমাত্রা শূন্য ডিগ্রির ওপরে ওঠেনি। সর্বশেষ আলাস্কার বেটলস শহরের তাপমাত্রা সর্বনি¤œ মাইনাস ৫৬ ডিগ্রি রেকর্ড করা হয়। তবে শুধু বেটলস শহরেই নয়, আলাস্কা রাজ্যের বেশির ভাগ শহরেই এই শীতল অবস্থা বিরাজমান রয়েছে। বর্তমানে মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রাকে সেখানকার নাগরিকরা সাধারণ তাপমাত্রা হিসেবে গণ্য করে। দিনে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রির কাছাকাছি উঠানামা করলেও রাতে সেটি মাইনাস ৪০-এর নিচে নেমে যায়।
এই তাপমাত্রা খুব বেশি বাড়ে না, তবে চলতি সপ্তাহে তাপমাত্রা ক্রমেই কমতে থাকে। আলাস্কায় চলমান এ অবস্থা অস্বাভাবিক কিছু নয়। কারণ বছরের বেশির ভাগ সময়েই এখানকার তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে থাকে। বেটলস শহরের বাসিন্দারা জানায়, ঘরের বাইরে হাওয়ায় গরম পানি ছুড়ে মারলে নিচে পড়ার আগেই তা বরফে পরিণত হয়। গাড়ি সবসময় চালু অবস্থায় রাখতে হয় কারণ গাড়ি বন্ধ হলে সেটি বরফে ঢেকে গিয়ে বন্ধ বরফ জমে যায়। সূত্র : রয়র্টাস।