শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন

মাদক সন্ত্রাস জঙ্গী নির্মুলের বিকল্প নেই : নাসিম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ২৭৮ বার

শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিতে দেশের তরুণ সমাজকে অগ্রণী ভুমিকা পালনের আহ্বান জানিয়ে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, শিল্প সংস্কৃতিকে ধারণ করতে যুব সমাজকে রক্ষা করতে মাদক, সন্ত্রাস ও জঙ্গী নির্মুলের কোন বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গী নির্মুল করেই এ দেশে শিল্প সংস্কৃতির বিপ্লব ঘটাতে চায়।

শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জে শিল্পকলা একাডেমি আয়োজিত গুণীজন সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এর আগে তিনি তার নির্বাচনী এলাকা কাজীপুরের সীমান্ত বাজার ও পিপুলবাড়িয়ায় দলীয় নেতা কর্মীদের সাথে চলমান রাজনীতি নিয়ে মতবিনিময়কালে সিটি নির্বাচন নিয়ে কথা বলেন।

তিনি বিএনপিসহ সকল দলের নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন,আওয়ামীলীগ জনগণের দল, নির্বাচনে জনগণের কাছে যাবে। নির্বাচনী ফলাফল যাই হোকক তা মেনে নেবে আওয়ামীলীগ। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচনে জনগণ ভোট না দিলে কোন দল কারচুপির অজুহাত তুলে ষড়যন্ত্র করবেন তা এ দেশের জনগণ মেনে নেবে না।

শহরের শহীদ এম, মনসুর আলী অডটোরিয়ামে অনুষ্ঠিত শিল্পকলা একাডেমি সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ড. ফারুক আহাম্মদ। অনুষ্ঠানে বিশেষ পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, ড. জান্নাত আরা তালুকদার হেনরী, আসাদ উদ্দিন পবলু ও হেলাল আহমেদ স্বাগত বক্তব্য দেন। জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব ও জেলা কারচারাল অফিসার মাহমুদুল আলম লালন।

জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত গুণীজন সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠানে ২০১৬-২০১৮ তিন বছরের জন্য কন্ঠ সঙ্গীত, লোক সংস্কৃতি, নাটক, আবৃত্তি ও চারুকলায় বিশেষ অবদানের জন্য জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পুরস্কার দেয়া হয় সিরাজগঞ্জের ১৫ জন গুণী ব্যক্তিকে। তাদের হাতে তুলে দেয়া হয় নগদ অর্থ, সম্মাননা ক্রেষ্ট ও উত্তরীয়। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নুর নবী খান জুয়েল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com