পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কা ও মদিনা যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। আজ সোমবার বিকেলের একটি ফ্লাইটে সৌদি আরবের মক্কার উদ্দেশে ঢাকা ছাড়ছেন তিনি। এরপর সেখান থেকে যাবেন মদিনায়।
পূর্ণিমা বলেন, ‘বহুদিন থেকে পবিত্র ওমরাহ পালনের ইচ্ছে। কিন্তু নানা কারণে সময় মেলাতে পারিনি। তবে এবার সব কিছু চূড়ান্ত। আজ বিকেলে ওমরাহ’র উদ্দেশ্যে পবিত্র মক্কায় যাচ্ছি। সবাই দোয়া করবেন, যেন সুন্দরভাবে ওমরাহ পালন করে ফিরে আসতে পারি।
তিনি আরও জানান, ওমরাহ পালনের জন্য ৬ থেকে ৭ দিন মক্কা ও মদিনায় থাকবেন পূর্ণিমা। এরপর দেশে ফিরে অংশ নেবেন ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ ছবির শুটিংয়ে।
এদিকে, ওমরাহ শেষে অভিনয়ে নিয়মিত হবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘ওমরাহ করে এসে অভিনয় ছেড়ে দেব, এমনটা মনে হওয়ার কারণ নেই। অভিনয় আমার পেশা। এটা ছাড়া বাঁচা সম্ভব না।’
উল্লেখ্য, নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস। আর ‘জ্যাম’এ তার সহশিল্পী আরিফিন শুভ। ছবি দুটি নতুন বছর মুক্তি পাবে বলে জানান এই চিত্রনায়িকা।