ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার বিয়ে আজ বুধবার। তার হবু বরের নাম সৈয়দ আসকার। এক বছরের বেশি সময় সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই যুগল। রাজধানীর বাংলামোটরের একটি অভিজাত রেস্তোরাঁয় আজ সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠজন উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিশা।
এর আগে, গেল ৩১ জানুয়ারি রাতে অনুষ্ঠিত হয় তিশার গায়ে হলুদের অনুষ্ঠান। যেখানে নেচে-গেয়ে মুগ্ধতা ছড়ান কনে নিজেই। এতে দুই পরিবারের সদস্য ছাড়াও অর্চিতা স্পর্শিয়া, মনোজ প্রামাণিকসহ শোবিজ অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।
বিবাহোত্তর অনুষ্ঠানের বিষয়ে তিশা বলেন, ‘এখনো দিন চূড়ান্ত হয়নি। আসকারের ভাই দেশের বাইরে থাকেন, উনি চলতি মাসের শেষে দেশে আসবেন। তারপর আলোচনা করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে।’
উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে আসকরের সঙ্গে পরিচয় হয় তিশার। এরপর পরস্পরকে কাছ থেকে দেখা ও জানাশোনা। গড়ে উঠে ভালোবাসার সম্পর্ক। আর গত ১৫ জানুয়ারি তিশার বনশ্রীর বাসায় দুই পরিবারের সদস্যদের নিয়ে বাগদান সারেন এই অভিনেত্রী।