বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

তারকাদের রাশিফল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জানুয়ারী, ২০২০
  • ৩১০ বার

ভালোমন্দে কেটেছে ২০১৯। কী পেলেন আর কী হারালেন সেই হিসাবনিকাশ নিশ্চয়ই শেষ? এবার ভাবনা ২০২০ কেমন যাবে। তাই

বছর শুরুর আগে রাশি মিলিয়ে জেনে নিন আপনার ভাগ্য কী বলছে। জানাচ্ছেন- আনোয়ার বিন জুলকার নাঈন

শাকিব খান

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

নতুন বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে এবার মিলবে পরিশ্রমের ফল। পদোন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। এই রাশির জাতক-জাতিকাদের ক্ষতির অন্যতম প্রধান কারণ অতিরিক্ত রাগ। তাই নিজের কথা ভেবে ধৈর্যশীল হোন। নইলে বিপদ। নিজেকে শান্ত রাখতে পারলেই দেখবেন সাফল্য আপনার কাছে এসে ধরা দেবে। নতুন বছরটি আর্থিক দিক থেকেও যথেষ্ট শুভ। বিশেষজনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে স্বাস্থ্য ও নিজের ভালো থাকার ওপরে বেশি নজর দিন।

মোস্তফা সরয়ার ফারুকী

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

একটু ভেবেচিন্তে কোনো সিদ্ধান্ত নিতে পারলে বছরটি ভালোই কাটবে। আপনার ইচ্ছাশক্তি ও পরিশ্রমই এনে দেবে সাফল্য। আর্থিক দিক দিয়েও ২০২০ সাল মন্দ নয়। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। তাড়াহুড়ো না করে ভাবনাচিন্তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নিন।

চঞ্চল চৌধুরী

মিথুন (২২ মে-২১ জুন)

২৩ মার্চের পর থেকে বদলে যাবে আপনার জীবন। মানসিক শান্তি ও সন্তুষ্টিতে ভরে যাবে গোটা বছর। বছরভর কঠোর পরিশ্রমের ফল পাবেন হাতেনাতে। ছোটখাটো নানা রোগ আপনাকে কাবু করার চেষ্টা করতে পারে। তবে সুস্থ থাকতে চাইলে বছরের শুরু থেকে যোগাসনে অভ্যস্ত হন। আর্থিক দিক থেকে শুভ। সেপ্টেম্বরের শেষের দিকে কোনো লোন নেবেন না।

জয়া আহসান

কর্কট (২২ জুন-২২ জুলাই)

নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো দুশ্চিন্তা করবেন না। আপনার কঠোর পরিশ্রমই এনে দিতে পারে সাফল্য। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই গুরুজনদের সঙ্গে কথা বলুন। নতুন সঙ্গীর খোঁজ পেতে পারেন।

পড়শী

সিংহ (জুলাই ২৩-আগস্ট ২৩)

সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে এ বছর পরিবর্তন আসবেই। আর্থিক দিক থেকে আবার কখনো কর্মক্ষেত্রে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে মাথা ঠা-া রেখে এগিয়ে চলুন। সম্পত্তিগত বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এপ্রিলের মাঝামাঝির আগে অশান্তি মেটার কোনো সম্ভাবনা নেই। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে জমি, বাড়ি কেনার ক্ষেত্রে বিনিয়োগ না করাই ভালো। প্রেমের ক্ষেত্রে এ বছর আপনার জীবনে ভালোমন্দ দুই-ই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সিঙ্গলরা বুঝেশুনে প্রেমের সম্পর্কে জড়ান। যারা ইতোমধ্যে কোনো সম্পর্কে রয়েছেন, তারা আরও সাবধানী হোন।

এটিএম শামসুজ্জামান

কন্যা (২৪ আগস্ট, ২৩ সেপ্টেম্বর)

এ বছর আপনার যথেষ্ট শুভ। ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা। কর্মক্ষেত্রে স্পষ্টভাবে নিজের বক্তব্য জানান। দেখবেন তাতে আপনি আপনার সহকর্মীদের আরও কাছাকাছি পৌঁছে গিয়েছেন। উন্নতিও কেউ আটকাতে পারবে না। সাধারণত কন্যা রাশির জাতক-জাতিকারা একটু বেশি খরচ করেন। তবে এ বছর আয় বুঝে ব্যয় করতে শিখুন। নইলে আপনার বিপদ হতে পারে।

জেমস

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

আর্থিক দিক যথেষ্ট শুভ। যেহেতু তুলা রাশির জাতক-জাতিকাদের মধ্যে পজিটিভ এনার্জি এবং কঠোর পরিশ্রম করার ক্ষমতা অনেক বেশি, তাই ক্যারিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে যথেষ্ট। ব্যবসায়ীদের ক্ষেত্রে বছরটি অত্যন্ত শুভ। বছরের শুরুতেই আয় ও ব্যয়ের প্রাথমিক খসড়া তৈরি করুন। ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগে মন দিন।

পরীমনি

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

কর্মক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। কাজের জন্য নিজের বাড়ি ছেড়ে অন্যত্র গিয়েও বেশ কয়েক দিন থাকতে হতে পারে। আর্থিক দিকে কোনো পরিবর্তন আসবে না। তবে আশাহত হবেন না। মনে রাখবেন প্রতিদিন সূর্যাস্তের পরেই আবার সূর্যোদয় হয়। তেমনই আপনার জীবনেও ভালো সময় আসবেই। প্রেমের ক্ষেত্রেও বছরটি আপনার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং। জোর করে কোনো সম্পর্কে জড়িয়ে থাকবেন না। প্রয়োজনে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসুন। একলা থাকা অভ্যাস করুন। জীবনকে চিনুন নতুনভাবে।

শাবনূর

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর্থিক দিকে নজর দিয়ে সঞ্চয় করতে শিখুন। চাকরিজীবীদের জন্য বছরটি যথেষ্ট শুভ। পুরনো সম্পর্ক নিয়ে বেশি ভাববেন না।

ফাহমিদা নবী

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

আর্থিক দিক যথেষ্ট শুভ। ভবিষ্যতের কথা ভেবে বছরের শুরু থেকেই বিনিয়োগে মন দিন। মনে হলে চাকরি বদল করতে পারেন। আপনার ভালোই হবে। চেষ্টা করুন পরিবার, স্বাস্থ্য, দাম্পত্য জীবনের দিকে নজর দেওয়ার।

বাপ্পা মজুমদার

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

বছরটি আপনার জন্য বিশেষ ভালো নয়। আর্থিক ও কর্মক্ষেত্রে বিশেষ কোনো উন্নতি সেভাবে হবে না। তবে আশাহত হবেন না। বরং পজিটিভ এনার্জি নিয়ে এগিয়ে চলুন। একদিন না একদিন সাফল্য ধরা দেবেই। প্রিয়জনের ভালোবাসার ছোঁয়ায় আপনার সব ব্যর্থতার ক্ষতে মলমের মতো কাজ করবে।

সজল

মীন (১৯ ফেব্রুয়ারি-২০মার্চ)

আয় ভালোই হবে। বুঝেশুনে খরচ করুন। ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ করুন। জমি বা ফ্ল্যাট কিনে রাখতে পারেন। পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মনের মতো মানুষ খুঁজে পেলে নির্দ্বিধায় নতুন জীবন শুরু করুন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com