শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

‘১৮ ফাদারের একটা বাচ্চা কখনও মানুষ হয় না’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১২৩ বার

চলচ্চিত্র সংগঠনগুলোর চলমান কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ অনন্ত জলিল। নিজ ছবি ‘দিন-দ্য ডে’র গান প্রকাশ অনুষ্ঠানে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এমনকি সংগঠনগুলোর নির্বাচন চান না আলোচিত এ চিত্রনায়ক, নির্মাতা ও ব্যবসায়ী।

অনন্ত বলেন, ‘কোনও কিছু অতিরিক্ত ভালো না। আমি প্রথম থেকেই নির্বাচনের বিপক্ষে। নির্বাচনের কারণে আজকে ইন্ডাস্ট্রির এমন দশা হয়েছে। নিপুণ কিংবা জায়েদ যেই নির্বাচন করুক, সেটা বিষয় নয়। তারা একে অপরকে দোষারোপ করছেন, সেটাও বিষয় নয়। এখানে মূল সমস্যাটাই হচ্ছে নির্বাচন!’

চলচ্চিত্রের ১৮ সংগঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সম্মানিত শিল্পী, পরিচালক, প্রযোজক এবং যারা চলচ্চিত্রের জন্য কাজ করবেন; এমন সদস্যদের নিয়ে একটা কমিটি থাকলে- চলচ্চিত্রের একটা ফাদার থাকতো! কিন্তু এখন ১৮টা সংগঠনের একজন করে সভাপতি মানে ১৮টা ফাদার! ১৮ ফাদারের একটা বাচ্চা কখনও মানুষ হয় না।’

বৃহস্পতিবার (৩ মার্চ) রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘দিন-দ্য ডে’ সিনেমার ‘চোখের বর্ষা’ মিউজিক ভিডিও প্রকাশ অনুষ্ঠানে এই তারকা এমন মন্তব্য করেন। অনন্ত আগেই জানিয়েছিলেন ‘‘বাংলাদেশের প্রেক্ষাপটে ১০০টি সিনেমার সমান ‘দিন- দ্য ডে’ ছবির বাজেট!’’

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে  ‘দিন-দ্য ডে’। এই সিনেমায় অনন্তর নায়িকা বর্ষা। চলচ্চিত্রটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। ছবিটির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে।

যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে। এছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে যুক্ত আছেন। আর সে কারণে বাংলা ভাষার পাশাপাশি ছবিটি ফারসি, আরবি ও ইংরেজিতে মুক্তি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com