শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

বান্দরবানে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ১৫৪ বার

বান্দরবানের লামায় ব্রিক ফিল্ডের ইট বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল মঙ্গলবার রাত ৭টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা কাটালছড়া রোডের শামুকছড়া ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে দুর্ঘটনার পরপরই লামা ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সময় জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহতদের স্থানীয় কেউ চিনতে না পারায়, তাদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই নোয়াখালী থেকে লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকায় ব্রিকফিল্ডে কাজ করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com