প্রথম ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হবে দিবারাত্রীর ব্যাট-বলের লড়াই।
টস হেরেও খুশি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, ‘টস হেরেও খুশি আমি। উইকেট বেশ ভালো। আশা করি ভালো স্কোর হলে ম্যাচ জেতা সম্ভব।’
দক্ষিণ আফ্রিকায় বাউন্সি উইকেট। পেসারদের দাপট বেশি থাকে। বাংলাদেশ এই ভার্সনে অনেকটা দুর্বল। তামিম তারপরও আত্মবিশ্বাসী।
তিনি বলেন, ‘পেস ডিপার্টপেন্ট শঙ্কার বিষয়। তবে গত দুই বছরে আমরা বেশ ইমপ্রুভ করেছি। আশা করি দারুণ একটি ম্যাচ হবে।’
বাংলাদেশ দল
লিটন দাস, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরা, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।