জীবনকে উপভোগ করতে জুড়ি নেই বলিউড ভাইজান সালমান খানের। আর সেই উপভোগে নারীসঙ্গ তার খুবই পছন্দ। ক্যারিয়ারজুড়ে তার বান্ধবীদের তালিকায় চোখ রাখলেই সেটা টের পাওয়া যায়। দেশি-বিদেশি বান্ধবী জুটিয়েছেন সল্লু ভাই। তাদের অন্যতম একজন সঙ্গীতা বিজলানি। যার সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন একসময় বলিউডকে বহু মসলাদার খবরের জোগান দিয়েছে। হঠাৎ করেই ভেঙে যায় সেই সম্পর্ক। বিয়ে করে ফেলেন সঙ্গীতা।
সম্প্রতি আবারও তারা কাছাকাছি এসেছেন। বর্তমানে তারা ভালো বন্ধু। একজন আরেকজনকে উইশ করেন, একে অন্যের খোঁজ নেন। তবে নতুন করে তারা আলোচনায় এসেছেন সালমানের জন্মদিনের পর থেকেই। প্রিয় মানুষকে জন্মদিনের শুভেচ্ছা দিতে তার বাড়িতে ছুটে গেছেন সঙ্গীতা।
এরপর সালমানের বাগানবাড়িতেও তাঁবু গেড়েছেন তিনি। সেখানে আরও অনেকের সঙ্গে নতুন বছর উদযাপনে মেতেছেন। সেই উদযাপনের একটি নাচের ভিডিও ভাইরাল হয়ে গেছে। যেখানে সঙ্গীতাসহ এক ঝাঁক সুন্দরীর সঙ্গে সালমানকে দেখা গেছে উদ্দাম নাচে অংশ নিতে।
সালমানের বাগানবাড়িতেই শুরু করেন নতুন বছর। প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানি, সহকর্মী সাই মঞ্জরেকর, ডেইজি শাহ, ওয়ারধা নাদিয়াদওয়ালাদের সঙ্গে বাগানবাড়িতেই শুরু হয় তার নতুন বছরের পার্টি।