মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

বগুড়ায় বাস খাদে পড়ে হতাহত ১৬

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৯৭ বার

বগুড়ার মোকামতলায় বাস খাদে পড়ে একজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরের পাশে লস্করপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর এবং তিনি ওই বাসের হেলপার বলে জানিয়েছেন যাত্রীরা। তার পরিচয় জানা যায়নি।

স্থানীয় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র জানায়, রুপা পরিবহনের একটি বাস মহাসড়কের পশ্চিম পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে খাদে উল্টে যায়। চালক বাসটি দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডান পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এ সময় বাসের নিচে চাপা পড়ে একজন মারা যান এবং অপর ১৫ জন কম-বেশি আহত হন।

শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ আলমগীর হোসেন জানিয়েছেন, হাইওয়ে পুলিশ বাসটি খাদ থেকে উদ্ধার করেছে এবং লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com