সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটের সামনে ছুরিকাঘাতে এক কিশোরকে খুন করা হয়েছে। সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শনিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম নাজিম আহমদ (১৯)। তিনি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নুর মিয়ার ছেলে। নগরীর দরগাহ মহল্লার ৭৪ নং বাসায় ভাড়াটে থাকতেন তিনি। নাজিম পেশায় হোটেল শ্রমিক।
খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং এ ঘটনায় জড়িত একজনকে আটক করে। আটক জুয়েল আহমদ (২৪) নগরীর মুন্সিপাড়ার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আলী মাহমুদ।
ঘটনাস্থলে থাকা সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব নিয়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জুয়েল ছুরিকাঘাত করেন নাজিমকে। এতে নাজিমের মৃত্যু হয়।
আটক জুয়েলের বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে জানান আজবার আলী শেখ।