ভোলার লালমোহনে পেট জোড়া লাগানো জমজ বাচ্চার জন্ম হয়েছে। সিজার অপারেশন করলেন ডাঃ মুমতাহিনা হক জিম। তার সহযোগী ছিলেন ডাঃ মোঃ আবু সাফওয়ান। লালমোহনের ফুল বাগিচা গ্রামের বাসিন্দা বিলাল হোসেনের স্ত্রী মিতু বেগম জমজ জোড়া লাগানো বাচ্চার পিতা-মাতা। লালমোহন ক্লিনিকে মঙ্গলবার রাত ৮টায় অপারেশনের মাধ্যমে জমজ জোড়া লাগানো ওই শিশুর জন্ম হয়। জানা গেছে, তারা প্রথমে বাড়িতে স্বাভাবিক ডেলিভারি করার চেষ্টা করেন। তাতে ব্যর্থ হলে গর্ভবতী মাকে লালমোহন ক্লিনিকে নিয়ে আসেন। ক্লিনিক কর্তৃপক্ষ ডাঃ জিমের শরণাপন্ন হলে তিনি এসে সিজার করেন। তাতে পেট জোড়া লাগানো জমজ বাচ্চার জন্ম হয়। মা ও বাচ্চা দুটি সুস্থ আছে।