কক্সবাজারে মোরশেদ আলী নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে টেকনাফ থেকে র্যাব-৭ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে। সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে মোরশেদকে হত্যা করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-মাহমুদুল হক, মোহাম্মদ আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, আবদুল আজিজ ও নুরুল হক।
র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তার আসামিরা ঢাকায় পালানোর চেষ্টা করছিলো। তবে মামলার প্রধান আসামি আবদুল মালেকসহ বেশিরভাগ আসামিই এখনও পালাতক রয়েছে।
আসামিদের বরাত দিয়ে র্যাব জানায়, হত্যার আগে মারধর সহ্য করতে না পেরে আকুতি জানিয়ে মোরশেদ বলেন, ‘এখন বেশি ক্লান্ত লাগছে, একটু পর ইফতার করব। ইফতার শেষ করলেই তোমরা আমায় মেরো।’ তবে আসামিরা তাকে সে সুযোগ দেয়নি।
গত ৭ এপ্রিল কক্সবাজারের পিএমখালীর বাসিন্দা মোরশেদ আলী ইফতারি কেনার জন্য স্থানীয় চেরাংঘর স্টেশনে গেলে সেখানে তাকে ঘিরে ধরে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।