বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

১১ জন বন্ধুকে নিয়ে শুরু হচ্ছে ‘কাউন্ট ডাউন’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৩১ বার

আবীর, আহনাফ, ময়ূখ, সায়মন, জিসান, ইরা, অ্যানি, মাইশা, সিমিন, কণা, শ্রেয়া- ১১ জন বন্ধু। তারা বেড়াতে এসেছেন মালয়েশিয়ায়। কখনোই এভাবে একসঙ্গে দেশের বাইরে আসা হয়নি তাদের। বাঁধভাঙা উল্লাস নিয়ে মালয়েশিয়ার সব দর্শনীয় স্থান তারা ঘুরে বেড়ানো শুরু করেন।

আহনাফ-মাইশা এবং জিসান-কণা বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড। ময়ূখ বেচারা শ্রেয়াকে পছন্দ করে কিন্তু বলতে পারে না। কিন্তু সমস্যা হলো- অ্যানি ও সিমিন একই সঙ্গে পছন্দ করে সায়মনকে! এবং আবীর আর আহনাফ দুজনেই পছন্দ করে ইরাকে!

সবাই মিলে যেমন আনন্দ করছে, তাদের ভিতরে সমস্যাগুলোও কখনো কখনো প্রকট আকার ধারণ করছে। যেমন জিসান আর কণার মধ্যে সারাক্ষণই ঝগড়া লেগে আছে। একদিন জিসান কণার সঙ্গে রাগ করে ঠিক করলেন, তিনি আত্মহত্যা করবেন। মালয়েশিয়ায় যেই বাড়িটাতে উঠেছে, সেটার ছাদের ওপর দাঁড়িয়ে তিনি সেখান থেকে লাফিয়ে পড়ার জন্য চিৎকার-চ্যাঁচামেচি শুরু করলেন। কিন্তু ওই চিৎকার-চ্যাঁচামেচিই সব। যখন সত্যি সত্যিই কণা এসে তাকে লাফিয়ে পড়তে বললেন। তখন আর বেচারার পা নড়ে না।

অন্যদিকে, আহনাফ আর মাইশা যেন রীতিমতো রোমিও-জুলিয়েট। তারা দুজন দুজনকে ছাড়া কিছুই বোঝেন না। কিন্তু অবশেষে একদিন বন্ধুদের কাছে ধরাই খেয়ে গেল তারা। তারা যা করে, তা শুধু অভিনয়ই। আদতে তারা বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডই না! তা হলে এরকম করার মানেটা কী? এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘কাউন্ট ডাউন’।

শাহ্ মো. নাঈমূল করিমের রচনায় এটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সাদিয়া জাহান প্রভা, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদসহ অনেকে।

নির্মাতা সকাল আহমেদ জানান, ১১ জন বন্ধুর গল্প দিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য। ধারাবাহিকটি আগামীকাল মঙ্গলবার থেকে প্রচার শুরু হবে আরটিভিতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com