বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে বাসচাপায় প্রাণ গেল ভ্যানচালকসহ ২ জনের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৮৮ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুজন। আজ শনিবার সকাল সাড়ে ৬টায় রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলা শহরের বোয়ালিয়া গাইবান্ধা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার বোয়ালিয়ার গ্রামের শিববারী পাড়ার আলহাজ্ব বাতেন মন্ডলের ছেলে ভ্যানচালক শাহাজাহান আলী (৫০) এবং একই উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২২)।

আহতরা হলেন-ফুলবাড়ী ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের ছেলে এজাদুল ইসলাম (৩৫) এবং মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল ইসলাম (৩৩)।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফ হোসেন জানান, এ ঘটনায় আহত দুজনকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাস নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। কিন্তু ভ্যানটি বাসের নিচে আটকে যাওয়ায় তা সম্ভব হয়নি। পরে বাস রেখেই চালক ও হেলপার পালিয়ে যান।

পরে বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com