সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি। মুম্বাই-পুণে মহাসড়কে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে তার গাড়িতে। শনিবার দুপুর সাড়ে ৩টায় এই দুর্ঘটনা ঘটে। শাবানাক হাসপাতালেও ভর্তি করে দেয়া হয়। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় শাবানার গাড়ি। সেটা দেখেই ঘটনার বীভৎসতা বোঝা গিয়েছে। তারপর ভাইরাল হয়ে পড়ে আহত শাবানার ছবি৷ তার মুখ ফুলে গেছে। মুখের চারদিকে চাপা রক্ত। সেই ছবিই একের পর এক ব্যবহার করতে থাকে বিভিন্ন সংবাদমাধ্যম। এতেই আপত্তি জানিয়েছেন বলিউডের বেশ কিছু তারকা।
শাবানার এমন ভয়ঙ্কর ছবি ছড়িয়ে পড়ে, সকলে ট্যুইট করতে থাকেস। এভাবে ছবি ছড়িয়ে পড়া ঠিক নয়, মনে করছে বলিউডের অনেকে।
তারা প্রশ্ন তুলছেন যে এমন বীভৎস ছবি সামনে আনার কি কিছু প্রয়োজন রয়েছে? যিনি অসুস্থ, তার দ্রুত আরোগ্য কামনা করেছেন সকলে। তবে এভাবে আহত শাবানার ছবি দেখানো বন্ধ করুক সংবাদমাধ্যম, এই আর্জি জানিয়েছেন তারকারা। অভিনেত্রীর এমন দুর্ঘটনার খবর খুবই স্পর্ষকাতর৷ তাই এই খবর পরিবেশনে সংবেদনশীল হওয়া উচিত বলেই মনে করছেন তারা৷ সে কারণে এমন আবেদন৷ আহত শাবানা আজমির ছবি এখনই সরিয়ে ফেলার জন্য আবেদন রেখেছেন তারা।