ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরি শিক্ষাবিদ আফজল গুরুর ফাঁসি নিয়ে তদন্তের দাবি করে মঙ্গলবার বিতর্কে জড়ালেন বিশিষ্ট অভিনেত্রী সোনি রাজদান। তার দাবি, সংসদ ভবন হামলায় দোষী আফজলকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে। এই নিয়ে ট্যুইটে তিনি বলেন, ‘এটা বিচারের নামে পরিহাস। কেউ যদি নিরপরাধ হন, তবে মৃত্যুর পর তাকে কে ফিরিয়ে আনবে? তাই মৃত্যুদণ্ডকে হাল্কাভাবে নেয়া উচিত নয়। এই কারণেই আফজল গুরুর ফাঁসি নিয়ে যথাযথ তদন্ত হওয়া দরকার। তাকে বলির পাঁঠা বানানো হয়েছিল।’
সংসদ ভবন হামলায় দোষী সাব্যস্ত আফজলকে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে ফাঁসি দেয়া হয়। তবে তার এই ফাঁসি নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক দেখা দিয়েছে। তোলপাড় সৃষ্টি হয়েছিল পুরো ভারতে। যে প্রক্রিয়ায় আফজাল গুরুর বিচার হয়েছিল, তা নিয়ে আগেও অনেকে গুরুতর প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে উপন্যাসিক ও অ্যাক্টিভিস্ট অরুন্ধতী রায় মিডিয়া ট্রায়াল হিসেবে অভিহিত করেছিলেন আফজাল গুরুর বিচারপ্রক্রিয়াকে।
উল্লেখ্য, ২০০০ সালে আইনজীবকে একটি চিঠিতে আফজল অভিযোগ করেছিলেন, জম্মু ও কাশ্মীরের পুলিশ কর্মকর্তা দেবীন্দর সিং সংসদ হামলার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। দু’জন হিজবুল উগ্রবাদীকে গাড়ি করে নিয়ে যাওয়ার জন্য সেই দেবীন্দরকে গত ১২ জানুয়ারি গ্রেফতার করা হয়েছে। বিষয়টির তদন্ত করছে এনআইএ। সেই খবরের লিঙ্কও শেয়ার করেছেন অভিনেত্রী রাজদান।
পরের ট্যুইটে রাজদান বলেছেন, ‘আফজলকে নিরপরাধ কেউ বলছে না। তবে তিনি যদি অত্যাচারের শিকার হয়ে থাকেন, এবং অত্যাচারীকেই যদি বলা হয়, তিনি কী করেছিলেন, তাহলে কিছুই জানা যাবে না। মনে হচ্ছে না, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দরকার রয়েছে? দেবীন্দর সিংয়ের বিরুদ্ধে তার অভিযোগ কেন গুরুত্ব দিয়ে দেখা হলো না? এটাই পরিহাস।’
সূত্র : বর্তমান