দেশে এখন ১৯৭৫ সালের মতো একদলীয় বাকশাল শাসন চলছে বলে শনিবার অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেন, ‘এখন দেশে যা চলছে তা হলো ১৯৭৫ সালের মতো একদলীয় শাসন। তখন যেমন কোনো রাজনীতি ছিল না, তেমনি এখনও নেই। ওই সময়ের মতো দেশে এখন কার্যকর সংসদ, আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা নেই।’
বিএনপির এ নেতা আরও বলেন, ‘সংবিধান সংশোধন করে ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হয়েছিল এবং এখনও অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঠিক একই ব্যবস্থা অনানুষ্ঠানিকভাবে চলছে। তারা (আওয়ামী লীগ) গণতন্ত্রের আড়ালে মুক্তিযুদ্ধের সব চেতনা ধ্বংস করে দিয়ে দেশে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের আবির্ভাব ঘটিয়েছে।’
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে ‘বাকশাল’ প্রতিষ্ঠার দিন উপলক্ষে বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ।
তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ‘আমরা মনে করি গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার বিজয় অনিবার্য।’
বিএনপির এ নেতা বলেন, ‘বাকশাল ব্যবস্থা কখনও বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি। জনগণ সেই গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা ফিরে পেতে চায় এবং তা ফিরিয়ে আনার দায়িত্ব এখন বিএনপিকে দিয়েছে জনগণ।’
সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি