বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

গাজীপুরে বেড়াতে এসে চুলার আগুনে পুড়ে অঙ্গার নারী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ বার

গাজীপুরে ছেলেকে দেখার জন্য বেড়াতে এসে গ্যাসের চুলার আগুনে পুড়ে অঙ্গার হয়ে নিহত হয়েছেন এক বৃদ্ধা।

বুধবার মহানগরীর সদর থানাধীন মারিয়ালীর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার নাম কদরজান ওরফে কইতর জান (৬৫)। তিনি ময়মনসিংহের ফুলপুর থানার ঘুমগাঁও গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী।

জিএমপি’র সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল ইসলাম জানান, গত ৩-৪ দিন আগে গ্রামের বাড়ি থেকে গাজীপুরে দুই ছেলেকে দেখার জন্য তাদের বাসায় বেড়াতে আসেন কদরজান ওরফে কইতর জান। তার দুই ছেলে মহানগরীর সদর থানাধীন মারিয়ালীর কলাবাগান এলাকার রোজিনা আক্তারের বাড়িতে ভাড়া বাসায় থেকে এলাকায় রিকশা চালান। বুধবার সকালে রান্নাঘরে এলপি গ্যাসের চুলার চাবি চালু করে ম্যাচ আনতে যান। কিছু সময় পর এসে তিনি চুলায় আগুন দেয়ার জন্য ম্যাচ (দিয়াশলাই) জ্বালানোর সাথে সাথে আগুন লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে তিনি আগুনে পুড়ে অঙ্গার হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় মালামালসহ ঘরটি পুড়ে যায়। তবে অন্য কেউ দগ্ধ বা আহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, আগুন না জ্বালিয়ে চুলা চালু করে রাখায় গ্যাস বের হয়ে রান্নাঘরে গ্যাস জমেছিল। দিয়াশলাই জ্বালানোর সাথে সাথেই ওই গ্যাস আগুনের সংস্পর্শে এসে পুরোঘরে জ্বলে উঠায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com