শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে এবারের ইনকাম ট্যাক্স রিটার্নে নতুন যা থাকছে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৮০ বার

যুক্তরাষ্ট্রে এবারের ইনকাম ট্যাক্স রিটার্নে আর্নড ইনকাম ক্রেডিট বেড়েছে। বড় ধরণের পরিবর্তন এসেছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটে। আইআরএস’র বরাত দিয়ে এ তথ্য সহ এবারের ট্যাক্স ফাইলিংয়ে নতুন কি থাকছে তার একটি বিবরণ দেন নিউইয়র্কের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

আইআরএস সূত্র উদ্ধৃত করে মোহাম্মদ হাসেম ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, এবছর যাদের এক বা একাধীক সন্তান রয়েছে তাদের আর্নড ইনকাম ক্রেডিট বেড়েছে। কিন্তু সন্তানহীনদের ক্ষেত্রে আর্নড ইনকাম ক্রেডিট কমেছে।
এবার এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৩৭৩৩ ডলার। গত ট্যাক্স বছরে এক সন্তানের জন্য সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৩৬১৮ ডলার।
এ ট্যাক্স সিজনে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৬১৬৪ ডলার। ২০২১ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৫৯৮০ ডলার।
এ বছর তিন বা ততোধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৬৯৩৫ ডলার। ২০২১ ট্যাক্স বছরে তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৬৭২৮ ডলার।
২০২২ ট্যাক্স বছরে সন্তানহীনদের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৫৬০ ডলার। যা ২০২১ ট্যাক্স বছরে ছিল সর্বোচ্চ ১৫০২ ডলার।
তবে ইনকাম লেভেলের উপর আর্নড ইনকাম ক্রেডিট নির্ভর করছে। ম্যারিড ফাইলিং জয়েন্টলী সন্তানহীনদের ক্ষেত্রে যদি ইনকাম লেভেল ২২৬১০ ডলারের নিচে, এক সন্তানের ক্ষেত্রে ইনকাম লেভেল ৪৯৬২২ ডলারের নিচে, দুই সন্তানের ক্ষেত্রে ইনকাম লেভেল ৫৫৫২৯ ডলারের নিচে এবং তিন বা ততোধিক সন্তানের ক্ষেত্রে ইনকাম লেভেল ৫৯১৮৭ ডলারের কম হয় তাহলে সংশ্লিষ্টরা আর্নড ইনকাম ক্রেডিটের জন্য যোগ্য বিবেচিত হবেন।
আর্নড ইনকাম ক্রেডিটের ক্ষেত্রে সন্তানের বয়স ১৯ থেকে ২৪ বছর হলে অবশ্যই ফুল টাইম স্টুডেন্ট হতে হবে। অন্যথায় আর্নড ইনকাম ক্রেডিট পাওয়ার যোগ্য বিবেচিত হবে না।
আইআরএস’র বরাত দিয়ে ট্যাক্স রিটার্ন সম্পর্কে ইউএসএনিউজঅনলাইন.কমকে অভিজ্ঞ আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার মোহাম্মদ হাসেম আরও জানান, এ ট্যাক্স সিজনে চাইল্ড ট্যাক্স ক্রেডিটে বড় ধরনের পরিবর্তন এসেছে। এ ক্ষেত্রে এবার প্রতি সন্তানের জন্য সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট নির্ধারণ করা হয়েছে ২০০০ ডলার, তার মধ্যে ১৫০০ ডলার রিফান্ড্যাবল ক্রেডিট। গত ট্যাক্স সিজনে ৬ বছরের কম বয়সী সন্তানের জন্য ট্যাক্স ক্রেডিট ছিল ৩৬০০ ডলার এবং ৬ বছর থেকে ১৮ বছরের কম বয়সী সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ৩০০০ ডলার।
এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম ইউএসএনিউজঅনলাইন.কমকে আর জানান, প্রতি বছরই ট্যাক্স আইন, বিধি-বিধান পরিবর্তন, আপডেট হয়। সঠিক, নির্ভুল ট্যাক্স ফাইলিং করার জন্য আইআরএস সিস্টেম, অ্যাপ্লিকেশন এবং ডাটাবেসও প্রতি বছর আপডেট হয়। নির্ভুল ট্যাক্স রিটার্নে সহায়তা দিতে পারেন দক্ষ. অভিজ্ঞ, যোগ্যতাসম্পন্ন ট্যাক্স প্রস্তুতকারীরা।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং এক্সসেপ্টেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস। জ্যাকসন হাইটস অফিস : ৩৭-২০, ৭৪ স্ট্রিট (২য় তলা), জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২, ফোন : ৭১৮-২০৫-৬০৪০, ৭১৮-২০৫-৬০১০; জ্যামাইকা অফিস : ১৬৭-১৮ হিলসাইড এভিনিউ (২য় তলা), জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২, ফোন : ৯২৯-৩৯৯-২০০৪, ৯২৯-৩৯৯-২০০৭ এবং বাফেলো অফিস : ১১১৪ ওয়ালডেন এভিনিউ, বাফেলো, নিউইয়র্ক ১৪২১১, ফোন : ৯১৭-৮২১-৪৮৯৭। যুক্তরাষ্ট্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com