শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

ঋণ ইস্যুতে আলোচনা করতে ঢাকায় আইএমএফ প্রতিনিধি দল

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৯৫ বার

বাংলাদেশের সঙ্গে ঋণ ইস্যুতে আলোচনার জন্য ঢাকায় এসেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আন্তোয়েনেট মনসিও সায়েহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

আজ শনিবার সন্ধ্যায় আইএমএফের প্রতিনিধি দলকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

পাঁচ দিনের সফরে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করবে।

আগামীকাল রোববার সকাল ১০টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে তাদের বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তারা।

সফরকালে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক আন্তোয়েনেট মনসিও সায়েহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে তিনি পদ্মা সেতু ও মেট্রোরেল ঘুরে দেখবেন। পাঁচ দিনের সফর শেষে আগামী ১৮ জানুয়ারি ঢাকা ছাড়বে প্রতিনিধি দলটি।

গত জুলাই মাসে আইএমএফের কাছে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ চায় বাংলাদেশ। আইএমএফও শর্ত সাপেক্ষে দিতে রাজি হয় বাংলাদেশকে। এরপর অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বাধীন দল আইএমএফের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের জানিয়েছিলেন, আইএমএফের কাছ থেকে ঋণ পাবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com