হবিগঞ্জের বানিয়াচং থানার মার্কুলী নৌ পুলিশ ফাঁড়ির কনেস্টেবল জাহাঙ্গীর আলমকে (৪১) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে মার্কুলী বাজারে এ ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ৫ নম্বর দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মনজুকুমার দাশ জানান, গতকাল রাত ৯টার দিকে জাহাঙ্গীর আলম ও অপর পুলিশ সদস্য শাওনসহ মার্কুলী বাজারে রোহেল ভ্যারাইটিজ স্টোরে ফ্লেক্সিলোড করার জন্য আসেন। সেখানে জগন্নাথ পাড়ার ক্ষীরমোন দাশের ছেলে পুলক দাশের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই জেরে পুলকের হাতে থাকা লোহার স্কেল দিয়ে জাহাঙ্গীর আলমের মাথায় আঘাত করেন। এতে জাহাঙ্গীর গুরুতর আহত হলে তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় মারা যান জাহাঙ্গীর।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, ঘটনার কারণ এখনো জানা যায়নি। এলাকাবাসীর ধারণা পুলক মাদকাসক্ত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।