ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে এক নারী ইউপি সদস্যকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে নির্যাতনের শিকার ওই নারী সদস্য।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে।
লাঞ্ছিতা ওই ইউপি সদস্যের নাম রোখসানা খাতুন। তিনি উচাখিলার ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য।
রোখসানা বলেন, আমি উচাখিলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য। নির্বাচিত হওয়ার পর থেকে আমি কোনো প্রকল্পের কাজ পাইনি। তাই চেয়ারম্যান বললেও পরিষদের কোনো কাজে বা প্রকল্পের নথিতে সই করিনি। এতে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান আমার ওপর ক্ষিপ্ত ছিল। ঘটনার দিন আমাকে পরিষদে মিটিংয়ের কথা বলে খবর দিলে আমি পরিষদে উপস্থিত হই। পরে আমাকে একটি কাগজে স্বাক্ষর করতে বলে এবং তাকে ২০ হাজার টাকা দিতে বলে। আমি স্বাক্ষর করতে অস্বীকার করে প্রতিবাদ করি। এতে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে আমার চুলের মুটি ধরে লাথি কিল ঘুষি ও জুতাপেটা করে করেন। এ সময় তিনি পরনের কাপড় টেনে হিঁচড়ে শ্লীলতাহানি ঘটান বলেও অভিযোগ ওই নারীর।
বিষয়টি নিয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি মারধরের বিষয়টি অস্বীকার করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, ঘটনাটি নিয়ে নারী সদস্য রোখসানা একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।