নিউইয়র্ক সিটিকে কিছুসংখ্যক কর্মীকে অফিসে এসে কাজ করার বাধ্যবাধকতা থেকে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। এক সংবাদ সম্মেলনে সিটি কর্মীদের বাড়ি থেকে কাজ করার সুযোগ প্রদান নিয়ে প্রশ্ন করা হলে অ্যাডামস বলেন, ‘নমনীয়তা প্রদর্শনের জন্য সিটি অ্যাজেন্সিগুলোকে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে।’
তার এই মন্তব্য মাত্র এক বছর আগে তার অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন। ওই সময় তিনি বাড়ি থেকে অফিস করার ধারণার তীব্র সমালোচনা করে বলেছিলেন, ‘আপনি সারা দিন পাজামা পরে বাড়িতে বসে থাকতে পারেন না।’ তিনি তখন জানিয়েছিলেন যে বাড়ি থেকে অফিস করলে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তিনি জানিয়েছিলেন, বাড়ি থেকে কাজ করা মানে তিনি রেস্টুরেন্টে যাবেন না। ফলে রেস্টুরেন্ট ব্যবসা হবে না, সেখানকার লোকজন কাজ পাবে না। তবে এখন কী কারণে মেয়র তার অবস্থান পরিবর্তন করলেন, তা জানা যায়নি। তাছাড়া তিনি যে ‘নমনীয়তা’ শব্দটি ব্যবহার করেছেন, তার ব্যাখ্যাও দেননি।