মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

কাঁচপুরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৪ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

নিহতরা হলেন- মো: আসলাম (৪৮) ও মো: রনি (৩৫)।

রোববার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কাচপুরের খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, দুই ভাইকে কুপিয়ে হত্যার পর হামলাকারীরা বাড়িঘরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় সরকারি অর্থায়নের একটি রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। ওই ড্রেনে তাদের জায়গা নিয়ে নিহত আসলামের সাথে তার চাচাতো ভাই মোস্তফা মিয়ার তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মোস্তফার নেতৃত্বে মামুন, মাফিজুর রহমান ও মারুফ চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে আসলাম মিয়া, মো: রনি ও রফিকুল ইসলামের ওপর হামলা করে। এ সময় তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহত অবস্থায় তাদের ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে মো: আসলাম মিয়া ও মো: রনি মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com