মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন

ইউএস কংগ্রেসওম্যান ইলহান ওমরের সাথে বাংলাদেশি-আমেরিকানদের মতবিনিময়

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৭৯ বার

ইউএস কংগ্রেসের আলোচিত সদস্য কংগ্রেসওম্যান ইলহান ওমর বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন। সংক্ষিপ্ত ও ঘরোয়া এই আয়োজনটি অনুষ্ঠিত হয় গত ২৫ ফেব্রুয়ারি মূলধারার রাজনীতিক ও কমিউনিটি একটিভিস্ট গিয়াস আহমেদের লং আইল্যান্ডস্থ বাসভবনে। মতবিনিময়কালে ইলহাম ওমর আমেরিকান মুসলমানদের বেশি করে মূলধারার রাজনীতিতে অংশগ্রহনের আহবান জানান। তিনি বলেন,মুসলমানদের ভয়েস শক্তিশালী করতে হলে মূলধারার রাজনীতির বিকল্প নেই। ‘বাংলাদেশী আমেরিকান কম্যুনিটি লিডারস ফর কংগ্রেসওম্যান ইলহান ওমর’ ব্যানারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্যে গিয়াস আহমেদ বলেন, মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে সোচ্চার ইলহান ওমরের পক্ষে বাংলাদেশী আমেরিকানরা সব সময় সরব থাকবে।
বাংলাদেশী আমেরিকানদের এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ডা. মজিবর রহমান মজুমদার, মুসলিম উম্মা’র নেতা ডা. আতাউল গনি ওসমানী, বিএনপি নেতা মিল্টন ভূইয়া, নিউইয়র্ক সিটি মেয়রের এশিয়ান বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, ‘সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর এডুকেশন, স্কলারশিপ এ্যান্ড ট্রেনিং’- স্যাফেস্টের প্রধান নির্বাহী মাজেদা এ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com