লন্ডনের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন খলিস্তানপন্থিরা। পুলিশ তৎপর থাকায় বুধবার জড়ো হওয়া খলিস্তানপন্থি জনতা সোমবারের মতো হাইকমিশনের দপ্তরে ঢুকে ভাঙচুর করতে পারেনি।
বুধবার স্থানীয় সময় সকালে মধ্য লন্ডনের ভারতীয় হাইকমিশনের (ইন্ডিয়া হাউস) সামনে নিরাপত্তা বাড়ায় স্কটল্যান্ড ইয়ার্ড। ব্যারিকেডে ঘিরে ফেলা হয় ভবনের চারদিক। পঞ্জাবের খলিস্তানপন্থি নেতা অমৃতপাল সিংহের অনুগামীদের হামলার খবর পেয়েই নিরাপত্তা বাড়ায় দেশটির প্রশাসন। বুধবার হাজার দুয়েক খলিস্তানপন্থি জড়ো হন ‘ইন্ডিয়া হাউস’-এর সামনে।
সোমবার দুপুরে ইন্ডিয়া হাউসের উপর থেকে জাতীয় পতাকা খুলে নিয়ে খলিস্তানি পতাকা উড়িয়ে দিয়েছিল অমৃতপালের সংগঠন ‘ওয়ারিস পঞ্জাব দে’-র সমর্থকরা। এর পরেই ভারতে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনা স্কটকে তলব করে সতর্ক করেছিল ভারত। এর পর বুধবার সকালে দিল্লির ব্রিটিশ হাইকমিশনের সামনে থেকে নিরাপত্তা ব্যারিকেড তুলে নেওয়া হয়।