বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রেসি ম্যানশনের অনুষ্ঠানে মেয়র এরিক এডামস

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৬৩ বার

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস বাংলাদেশি হেরিটেজ এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেছেন, সিটির উন্নয়নে বাংলাদেশিদের অবদান অত্যন্ত গুরত্বপূণ। কমিউনিটির সেবায় আরও বেশী করে আত্মনিয়োগ করুন। গত ২১ মার্চ মেয়রের বাসভবন ‘গ্রেসি ম্যানশনে’ বাংলাদেশিদের জন্য আয়োজিত এ অনুষ্ঠানে এারিক এডামস নানা ধর্ম, বর্ণ ও ভাষাভাষি মানুষের সমন্বয়ে গড়ে ওঠা নিউইয়র্ক সিটিকে আরও সমৃদ্ধ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, আজকে এই দিনটিতে আপনাদের আমন্ত্রণ জানাতে পেরে আমি আনন্দিত। এই অনুষ্ঠানের উদ্যোগ নেয়ার জন্য মেয়র তার এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মানকে বিশেষ ভাবে অভিনন্দন জানান। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম, নিউয়র্কের অ্যাসেম্বেলিওমেন জেনিফার রাজকুমার, মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মানসহ আরো কয়েকজন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ড. মনিরুল ইসলাম বলেন, আজকে সকল বাংলাদেশিদের একটি গর্বের দিন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আজ সেটি আরও বেশী মহিমান্বিত হলো। এমন একটি অনুষ্ঠান নিউইয়র্কের বাঙালি কমিউনিটির জন্য ইতিহাস হয়ে রইল।
মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান বলেন, আজকের দিনটি একটি বিশেষ দিন। মেয়র এরিক এাডামস বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশিদের উচ্চতায় নিয়ে গেলেন। তিনি বলেন, বাংলাদেশী বান্ধব মেয়র আমাদের নিউইয়র্ক সিটিকে নতুন করে সাজাতে অত্যন্ত আন্তরিক।
নিউয়র্কের অ্যাসেম্বেলিওমেন জেনিফার রাজকুমার বাংলাদেশিদের আনন্দঘন এই দিনে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করে বলেন, একমাত্র বাঙালিরাই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে তাদের দেশ স্বাধীন করেছে।
মেয়র অফিসের সহকারী পরিচালক উমিয়া হাসান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, এবারই প্রথম গ্রেসি ম্যানশনে মেয়র বাংলাদেশিদের জন্য বিশেষ এই আয়োজন করলেন।অনুষ্ঠানে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য ৫ জন বাংলাদেশীকে সাইটেশন দিয়ে সম্মানিত করেন মেয়র এডামস। তারা হলেন : ফখরুল ইসলাম দেলোয়ার, রুতবা তাবাসুম, রিমা বেগম, শাহ্ জে.চৌধুরী ও বাবু খান।
এই উপলক্ষে আযোজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশী শিল্পীরা অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন উপলক্ষে নিউইয়র্কের মেয়রের আযোজনে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠানএই প্রথম। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনেরা আমন্ত্রিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com