যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ২৩ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। শুক্রবার রাতে টর্নেডোটি আঘাত হানে।
শনিবার শকালে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। আরো জানানো হয়েছে, টর্নেডোতে অনেক বাড়ির চাল উড়ে গেছে, হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, স্থানীয়দের সহায়তায় সরকারি সংস্থাগুলো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হচ্ছে।
মিসিসিপির গভর্নর টেট রিভস টুইটারে লিখেছেন, ‘টর্নেডোর ক্ষয়ক্ষতির প্রভাব এই জনপদে দীর্ঘদিন থাকবে। যারা পরিবার এবং বন্ধুদের হারিয়েছেন তাদের সবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন।’
সূত্র : সিএনএন