সিলেটে পুলিশের পিকআপ, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। আহত হয়েছে ১০ পুলিশ সদস্য।
বুধবার রাত ১০টায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পুলক রায় (৩০) ও বিক্রম চন্দ্র মণ্ডল (২৯)। তারা দু’জন মোটরসাইকেলের আরোহী ছিলেন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক জানান, রাত ১০টায় কোম্পানীগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল পুলিশের একটি পিকআপ। পথে গোয়াইনঘাটের মিত্রিমহল এলাকার ১০ নম্বর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে নম্বরবিহীন বেপরোয়া গতির একটি ট্রাকের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পেছনে থাকা মোটরসাইকেল ট্রাককে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী একজন পুলক রায় মারা যান। আর আহত বাকি দু’জনের মধ্যে বিক্রম চন্দ্র মণ্ডল রাত সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর আহত ফয়সল (৩০) হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে ওই পিকআপচালকসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুহাম্মদ সেলিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।