শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন

রমজানে নতুন সাজে সেজেছে হ্যামট্রামিক সিটি

এনবিডি নিউজ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৯০ বার

মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র মাস রমজান উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে মিশিগান অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত হ্যামট্রামিক সিটির রাস্তা। এই শহরের কনান্ট ও জসেম্প কম্পের প্রত্যেকটি স্ট্রিট লাইটে বসানো হয়েছে ‘রামাদান মোবারক’ ব্যানার। এর পাশে লাগানো হয়েছে সোলার স্ট্রিং লাইট। মাসটির মহান বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতে মুসলিম অধ্যুষিত হ্যামট্রামিক সিটিতে এমন আয়োজন করে এপিআইএ ভোট মিশিগান।

হ্যামট্রামেক সিটির কনান্ট রোডে গেলেই চোখে পড়ছে ছোট ছোট ব্যানারে ক্যানিফ থেকে কার্পেন্টার পর্যন্ত প্রত্যেক স্ট্রিট লাইটে ‘রামাদান মোবারক’ লেখা। তাছাড়া জসেম্প কম্পের পথজুড়ে রামাদানের ব্যানারের সঙ্গে আছে আলোকসজ্জা। ‘রামাদান মোবারক’ লেখা বড় বড় ব্যানার টানানো হয়েছে বিভিন্ন পয়েন্টে। সময়ের স্বল্পতার কারণে এবার ছোট পরিসরে সজ্জার আয়োজন করলেও সামনের বছর বড় পরিসরে আয়োজনের কথা জানিয়েছেন বাংলাদেশি আমেরিকান এপিআইয়ের নির্বাহী পরিচালক রেবেকা ইসলাম।

রামাদান সাজের অনুমোদন দেওয়ায় হ্যামট্রামেক সিটিকে ধন্যবাদ জানিয়ে রেবেকা ইসলাম বলেন, মুসলিমদের এমন পবিত্র মাসের ধারণা প্রতিবেশীদের জানাতেই এমন আয়োজন। সকল ধর্মের প্রতি সবার সম্মান প্রদর্শন দেখানো, সব সম্প্রদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিন উদযাপন করা উচিত। এছাড়া পবিত্র রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এপিআইএ ভোট মিশিগান।

গত ১৯শে মার্চ হ্যামট্রাম্যাক সিটিতে ৪৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করে এপিআইএ। এপিআই ভোট মিশিগান মূলত এখানকার অভিবাসী নাগরিকদের অধিকার, নির্বাচন কার্যক্রমে অংশগ্রহণ, বিভিন্ন মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন, কমিউনিটির স্বাস্থ্য সুরক্ষা, এশিয়ান কমিউনিটির কল্যাণে বিভিন্ন কাজ করে থাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com